নব্বই দশকের দুর্বার ক্রীড়া চক্র, আজকের ফুটবল এবং আমাদের প্রত্যাশা

শেয়ার করুন          আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি তাদের বিনোদন বলতে যা বুঝায় তা ছিলো খেলাধুলা এবং বিটিভি। খেলাধুলায় ফুটবলটা ছিলো তখন খুবই তুঙ্গে। ক্রিকেট বাঙলার গ্রামীণমুল্লুকে সেভাবে তখনো পৌঁছায়নি। আমরা মাঠে পড়ে থাকতাম ফুটবল নিয়ে। ক্রিকেট তখন একটুআধটু খেলতাম। তবে ২০০৫ সালের পর ফুটবল রেখে ক্রিকেটেই মনোযোগী ছিলাম বেশি। স্কুলে ইয়াঙ্গার চার্টার, আন্ডার ১৬, ১৭, স্কুললীগ, আন্তঃজেলা, উপজেলা সব লীগ বা টুর্নামেন্টে খেলেছি। এতো ভালো খেলতাম সেটা বলবো না। আমি ছিলাম গড়পড়তা খেলোয়ার। ২০১০ সালে যখন এসএসসি পরীক্ষা দেই তখন থেকেই ক্রিকেটটা ছেড়ে দেই। আর খেলা হয়নি। তবে সতীর্থরা … Continue reading নব্বই দশকের দুর্বার ক্রীড়া চক্র, আজকের ফুটবল এবং আমাদের প্রত্যাশা